নবাবগঞ্জে ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঘর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 06:36 AM
Updated : 1 Jan 2020, 06:37 AM

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হোসেন জানান, বুধবার সকালে উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব সিংহড়া গ্রাম থেকে মাহবুব ভূইয়া (৫৫) নামে ওই ব্যাত্তর লাশ তারা উদ্ধার করেন। 

মাহবুব ওই এলাকার হিরণ ভূঁইয়ার ছেলে। স্থানীয় পাতিলঝাঁপ বাজারে তার একটি রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামতের দোকান রয়েছে।

নিহতের স্ত্রী নুরুনাহার লাকির বরাতে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুব ও তার স্ত্রী এক রুমে ও পাশের আরেক রুমে তাদের দুই মেয়ে থাকতো।

“রাতে মাহবুবের স্ত্রী তার মেয়েদের রুমে যান।পরে রাত ২টার দিকে রুমে ফিরে গিয়ে খাটের উপর স্বামীর রক্তাক্ত লাশ ও ঘরের প্রধান দরজা খোলা দেখেন।”

সকালে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয় বলে জানান পরিদর্শক মোজাম্মেল।

তিনি বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লাকি ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাকি এলোমেলো কথা বলছেন। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ”

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মোজাম্মেল।