নওগাঁয় এক বাকপ্রতিবন্ধীর পরিবারকে খুঁজে দিল পুলিশ

হারিয়ে যাওয়া এক বাকপ্রতিবন্ধী যুবকের বাবা-মাকে খুঁজে বের করে পুলিশ হস্তান্তর করেছে তাকে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 05:34 PM
Updated : 31 Dec 2019, 05:34 PM

মঙ্গলবার সকালে বাকপ্রতিবন্ধী রুবেল হোসেনকে (২৫) সঙ্গে নিয়ে সান্তাহার থেকে ট্রেনে করে বাড়ির পথে নীলফামারী রওয়ানা হন তার বাবা-মা।

রুবেল নীলফামারী জেলার সদর উপজেলার কচুকাটা উত্তরপাড়া গ্রামের সাবেক শিক্ষক তৈয়ব আলীর ছেলে।

এর আগে সোমবার রাত ৯টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে

রুবেলকে তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, “আমাদের কাছে মনে হচ্ছে অনেক বড় একটা সফলতা পেয়েছি।

“ছেলেটার অনেক বড় বিপদ হতে পারত। সে বিপদ থেকে তাকে রক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি।”

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ২৪ ডিসেম্বর জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের সরলী গ্রামে বাকপ্রতিবন্ধী রুবেল হোসেন ঘোরাঘুরি করার সময় সন্দেহ হওয়ায় স্থানীয়দের পুলিশকে জানায়।

থানায় নিয়ে পুলিশ বুঝতে পারে রুবেল শুধু নিজের নাম লিখতে পারলেও কথা বলতে বা অন্য কিছু লিখতে পারে না। তখন রুবেলের ঠিকানা খোঁজায় নামে পুলিশ। বিভিন্ন থানার হারানো জিডি পর্যালোচনা করে তার বাড়ি নীলফামারী জেলায় জানতে পারে তারা বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

রুবেলের বাবা তৈয়ব আলী বলেন, গত ২০ দিন আগে এক বিকালে বাবা-ছেলে এক সাথেই ছিলাম। সেদিন তার হাত খরচের জন্য ৫০০ টাকা দিয়েছিলাম। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ নীলফামারি বাসস্ট্যান্ডে স্থানীয়রা তাকে দেখেছিল বলে জানিযেছিল।

এ নিয়ে সে চার বার রুবেল নিখোঁজ হয় বলে জানান তার বাবা।