ময়মনসিংহ বোর্ডের প্রথম ফলে জেএসসিতে পাস ৮৭.২১%

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ৮৭.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 02:55 PM
Updated : 31 Dec 2019, 03:00 PM

এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে এবারের ফলাফল প্রকাশ করেন।

অষ্টম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশের নয়টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৮ জন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাস করেছে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী; ৭৮ হাজার ৪২৯ জন পেয়েছে জিপিএ-৫।

সামছুল ইসলাম জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৮৪ টি বিদ্যালয়ের ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পাস করেছে।