জেএসসি: রাজশাহীতে এবারও এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে এগিয়ে রয়েছে মেয়েরাই।

রাজশাহী প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 02:25 PM
Updated : 31 Dec 2019, 02:35 PM

মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ রঞ্জন রায়।

এ বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ, যা গতবারের চেয়ে সামান্য কম। গতবার এ বোর্ডে ৯৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।  ১৬ হাজার ৪৭৮ জন এবার পূর্ণ জিপিএ পেয়েছে, গতবছর পেয়েছিল ১৪ হাজার ৬৩৮ জন।

২০১৭

২০১৮

২০১৯

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

৯৫.৫৪

৩৭,৬৩৩

৯৪.৫৭

১৪,৬৩৮

৯৪.১০

১৬,৪৭৮

দেবাশীষ রঞ্জন রায় বলেন, এবার ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে পাস করেছে ৯৪ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ২৭৮ জন ছাত্র, আর ছাত্রীর সংখ্যা ৯ হাজার ২০০ জন।

এ দুই মাপকাঠিতে রাজশাহী বোর্ডে গতবছরও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে ছিল।

২০১৮

২০১৯

ছেলে

মেয়ে

ছেলে

মেয়ে

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

পাসের হার
(%)

জিপিএ-৫
(জন)

৯৪.০৫

৬,৮৭৩

৯৫.০৬

৭,৭৬৫

৯৩.৩০

৭,২৭৮

৯৪.৮৭

৯,২০০

এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরাও ভালো ফলাফল করেছে জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ৪৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ৫ জন।

কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা রাজশাগী বোর্ডে এবার দুটি। বাগমারা উপজেলার বিনাশনি জুনিয়র স্কুল এবং পুঠিয়া উপজেলার জামিরা জুনিয়র গার্লস স্কুল থেকে মোট তিনজন করে শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষা দিলেও তাদের কেউ পাস করতে পারেনি।