বগুড়ায় ‘ঘুষের টাকাসহ’ কর কর্মকর্তা গ্রেপ্তার

বগুড়ায় ঘুষের টাকাসহ এক সহকারী কর কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 02:21 PM
Updated : 31 Dec 2019, 02:21 PM

বগুড়া দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, অভিজিৎ কুমার দে (৩৫) নামে এই কর কর্মকর্তাকে তারা মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গ্রেপ্তার করেন।

অভিজিৎ যশোরের মনিরামপুর উপজেলার সনৎ কুমারের ছেলে।

তিনি ইউনুস আলী নামে এক মৌসুমি ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন বলে অভিযোগ।

দুদক কর্মকর্তা আমিনুল বলেন, “জেলার নন্দীগ্রাম উপজেলার মৌসুমি ব্যবসায়ী ইউনুস আলী নিয়মিত কর দেন। কয়েক বছর আগে তিনি কিছু জমি বিক্রি করেন। সেই টাকা কর হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রায় এক বছর আগে আবেদন করেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার এজন্য তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি ৫০ হাজার টাকায় রাজি হন।

“ইউনুস আলী মোবাইল ফোনে অভিজিতের ঘুষ দাবির কথা রেকর্ড করে দুদক কার্যালয়ে অভিযোগ করেন। আমরা এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পর ফাঁদ পাতার সিদ্ধান্ত নিই। ৫০ হাজার টাকা বিশেষভাবে চিহ্নিত করে ইউনুস আলীকে পাঠিয়ে দিই। তিনি শহরের নিশিন্দারা উপ-শহর এলাকায় অভিজিতের অফিসে যান। অভিজিৎ ঘুষের ৫০ হাজার টাকা নিয়ে ড্রয়ারে রাখার পর আমরা গিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করি।”

এ ঘটনায় অভিজিতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় মামলা করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম।