ভারতে দুই বছর সাজা খেটে ফিরলেন সাত যুবক

অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর সাজা খেটে দেশে ফিরেছেন সাত যুবক। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 02:03 PM
Updated : 31 Dec 2019, 02:03 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম জানিয়েছেন।

ফেরত এলেন রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী। সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। 

ফেরত আসা মজনু মিয়া বলেন, “কেরালায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের দুই বছর কারাদণ্ড দিয়ে ত্রিশুল সেন্ট্রাল কারাগারে পাঠায়।” 

ওসি খোরশেদ আলম বলেন, “দুই বছর কারাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসেন।”

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে থানায় দেওয়া হয়েছে। এখানকার কাজের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।