ফেনীতে মিথ্যা মামলা করায় বাদীর সাজা

ফেনীতে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা করার অপরাধে এক বাদীকে কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 11:21 AM
Updated : 15 Jan 2020, 02:11 PM

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন মঙ্গলবার তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত আবদুল খালেক জেলার দাগনভূঁইয়া উপজেলার সমাসপুর গ্রামের আবদুল করিমের ছেলে।

ওই আদালতের আইনজীবী আবদুল কাইউম বলেন, ২০১১ সালের ১৫ ডিসেম্বর খালেক পারিবারিক বিরোধ নিয়ে ওই গ্রামের নূরুল আমিন, মিনা আক্তার, খোকনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন।

“প্রাথমিক তদন্ত শেষে দুই বছর পর আদালত অভিযোগ আমলে নিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করে। বিচারে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের খালাস দেয় আদালত। আর মিথ্যা মামলা করার অপরাধে বাদীকে ১০ দিনের দণ্ড দেয় আদালত।”

দণ্ডপ্রাপ্ত আবদুল খালেককে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী আবদুল কাইউম।