জেএসসি: কুমিল্লায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে এবার পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 10:13 AM
Updated : 31 Dec 2019, 10:17 AM

এ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ৮৮.৮০ শতাংশ এবার পাস করেছে, তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন।

গতবার পাসের হার ছিল ৮৬.৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান মঙ্গলবার দুপুরে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। বোর্ড সচিব অধ্যাপক মো. আবদুস ছালামও এসময় উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান বলেন, এ বোর্ডের অধীন ৬ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন।

ছেলেদের ক্ষেত্রে পাসের হার ৮৯.৩৫ শতাংশ আর মেয়েদের ৮৮.৪২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে। সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ১৩ জন ছাত্রী, আর ছাত্র ২ হাজার ১১৮ জন।

এ বোর্ডের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ১ হাজার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার জেএসসি দিয়েছে। ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, গতবছর এই সংখ্যা ছিল ১৫৮টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে নোয়াখালীতে পাসের হার ৮৬.০১ শতাংশ, ফেনীতে ৯০.১২ শতাংশ, লক্ষ্মীপুরে ৮৭.৪০ শতাংশ, চাঁদপুরে ৯২.৪৩ শতাংশ, কুমিল্লায় ৯২.৪২ শতাংশ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫.৩৫ শতাংশ।