জামালপুরের সরিষাবাড়ীর এক ছাত্রলীগ নেতা টাঙ্গাইলের গোপালপুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
Published : 30 Dec 2019, 11:39 PM
নিহত নিরব হাসান (২২) পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে পড়তেন।
সোমবার বিকালে টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনার পর রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরব মারা যান বলে পুলিশ জানিয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহব্বত কবীর জানান, নিরব সোমবার বিকালে মোটর সাইকেলে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় তাকে বহনকারী মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা নিরবকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছাত্রলীগ নেতা নিরবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।