সিরাজগঞ্জে স্কুলছাত্র ইউনুস হত্যা: ৩০ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্কুলছাত্র ইউনুস আলী হত্যা মামলার পলাতক ৩০ আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 04:57 PM
Updated : 30 Dec 2019, 05:11 PM

সোমবার শাহজাদপুর চৌকি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু শাহীন খান কনক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের ইউনুস আলী (১৪) চলতি বছরের ৪ জুন দুদলের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

শাহজাদপুর চৌকি আদালত পুলিশের এসআই ফজলে বারী বলেন, বিকালে প্রিজনভ্যানে করে আসামিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব বিরোধের জের ধরে গত ৪ জুন পলাশ উদ্দিন তারাব আলীর সমর্থকদের সঙ্গে জয়নাল শেখ সমর্থকদের সংঘর্ষ হয়।

ওই সময় পুলিশের হাত থেকে শট গান কেড়ে নিয়ে এক ব্যক্তি গুলি ছুড়লে স্থানীয় জয়নাল শেখের ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় জয়নাল শেখ বাদী হয়ে ৫৭ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ওইদিনই ১৩ জনকে গ্রেপ্তার করেছিল। সোমবার আত্মসমর্পণকারীরা এতদিন পলাতক ছিলেন।

এরা হলেন বর্ণিয়া গ্রামের মনিরুল ইসলাম, আব্দুল বাতেন, আনিছুর রহমান, আলমাছ, জমির উদ্দিন, কোরবান আলী, ময়নাল হক, হযরত আলী, মো. মংলা, সিদ্দিক আলী, জেলহক হোসেন, মো. বাবলু, মো. বাবু, মো. সেলিম, সোবাহান আলী, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, মো. কালু, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আবু সালেক, মো. বাবু হোসেন, মো. তোফা, আব্দুল আউয়াল, মো. ছবুর, মো. বাবুরুল, মো. জহির, নায়েব আলী, লুৎফর রহমান ও আব্দুল রাজ্জাক।