পঞ্চগড়ে পাটকলের গুদামে অগ্নিকাণ্ড

পঞ্চগড়ে একটি পাটকলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 01:52 PM
Updated : 30 Dec 2019, 01:52 PM

সোমবার দুপুরের এই আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যায় নিয়ন্ত্রণে এনেছে।  

বোদা উপজেলার মনিরামজোত এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে জেম জুট লিমিটেডের অবস্থান।

জেম জুট লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হুমায়ুন খালেদ বলেন, দুপুর আড়াইটার দিকে নিরাপত্তাকর্মীরা পাটের গুদামে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তার ভাষ্য, আগুনে চার হাজার মণ পাট পুড়ে গেছে; যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে থাকলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত  ভেতরে ভেতরে আগুন জ্বলছিল। যেখানে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের সংযোগ ছিল না এবং সেটি ধূমপানমুক্ত ছিল। এজন্য কীভাবে আগুনের সূত্রপাত তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে।

এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও নির্ধারণ করা যায়নি বলে তিনি জানান।