পাবনায় শিশু সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কলাকৌশল নিয়ে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 12:20 PM
Updated : 30 Dec 2019, 02:37 PM

সোমবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে কর্মশালা শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়ন্টিফেঅর ডটকমের এই আয়োজনে সহযোগিতা করেছে ইউনিসেফ।

রোববার শুরু হওয়া এই কর্মশালায় ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

সোমবার কর্মশালা শেষে আলোচনা সভার পর তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

শিশু সাংবাদিকদের সংবাদ তৈরির কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সমকালের সাংবাদিক এবিএম ফজলুর রহমান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।

সনদ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ভাষা সৈনিক রণেশ মৈত্র।

বিশেষ অতিথি ছিলেন পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি আলী মূর্তজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়। 

রণেশ মৈত্র কর্মশালায় অংশ নেওয়া শিশু সাংবাদিকদের ভবিষ্যত শুভকর করতে কাজ করার আহ্বান জানান।

“তোমরা যারা এই কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকতা শিখেছ, তারা সবাই শিক্ষার্থী। নিজেকে শিক্ষার্থী মাথায় রেখে পজিটিভ চিন্তার লেখা লেখবে এটাই কাম্য।”

ব্যবসায়ী নেতা আলী মূর্তজা বিশ্বাস সনি সাংবাদিকদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। 

সাংবাদিক এবিএম ফজলুর রহমান শিশু সাংবাদিকদের গ্রহণ করা শিক্ষা মনে প্রাণে দেশের ও দশের জন্যে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন। 

সুলাইমান নিলয় বলেন, “এই সাংবাদিকতা অবশ্যই পড়াশুনা বাদ দিয়ে নয়। এটি আনন্দ সাংবাদিকতা। তোমাদের সবাইকে সাংবাদিক হতেই হবে এমনটি নয়।”

লেখাপার পাশাপাশি আনন্দের মাঝে যেটুকু সময় পাওয়া যাবে তা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।