নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় অটো যাত্রী নিহত

নীলফামারী ট্রাক্টরের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 09:39 AM
Updated : 30 Dec 2019, 03:03 PM

সদর থানার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টার দিকে সংগলশী কাচারি মোড়ে নীলফামারী-সৈয়দপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত জামিয়ার রহমান (২৩) সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বক্সিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে ট্রাক্টরটি সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার পথে বিপরীত থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জামিয়ার রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া এ দুর্ঘটনায় অটোরিকশায় দুই যাত্রী ফারুক হোসেন (২০) ও জাহিদুল ইসলাম (৫০) আহত হলে স্থানীয়রা তাদের নীলফামারী সদর হাসপাতালে পাঠায় বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক মমিনুল বলেন, পুলিশ লাশ হেফাজতের নিলেও পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ। আহত দুইজনকে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।