কুমিল্লায় ইউপি নির্বাচনে হামলায় পাঁচজন ‘গুলিবিদ্ধ’

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় পাঁচজন ‘গুলিবিদ্ধ’ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 09:26 AM
Updated : 30 Dec 2019, 09:37 AM

সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে কৃষ্ণপুরে এক মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় তারা আহত হন বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, “মামুন মেম্বারে লোকজন ভোটকেন্দ্রে আসার সময় শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে কৃষ্ণপুরে অপর প্রার্থী জিয়ার লোকজন হামলা চালায়।”

এতে পাঁচজন আহত হয় উল্লেখ করে তিনি বলেন, “কেউ অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আহতরা হলেন কৃষ্ণপুরের মো. জসিম (৩০), আবুল বাশার (৩৮), আবদুল কুদ্দুস (৩০), রুবেল (২৮), রিপন (২০)। আহতরা সবাই মামুনের সমর্থক। তাদের প্রথমে কুমিল্লা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বলে  হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।

‘গুলিতে’ আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ অভিযোগ করে বলেন, “ফুটবল মার্কা নিয়ে দাঁড়ানো মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা কেন্দ্রে যেতে বাধা দেয়। ভোট দিতে যাওয়ার সময় মোরগ মার্কা নিয়ে মেম্বার পদের প্রার্থী মামুনুর রশিদের সমর্থকদের ওপর হামলা করে এলাপাথারি গুলি চালায়।

“এ সময় আমার ছেলেসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। আহতরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।”

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিজয় কুমার দাস জানান, ভোট কেন্দ্রের মধ্যে কোন গোলযোগ হয়নি কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। কেন্দ্রের নিরাপত্তাও বেশ জোরদার রয়েছে।

তবে এ বিষয়ে ইপি নির্বাচনে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এছাড়া, গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুর ভোটকেন্দ্রের কিছু দূরে নির্বাচনের দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে সকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভ্রাম্যমাণ চা দোকান ভাংচুর করেছে।

জঙ্গলপুর কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাকির হোসেন জানান, নির্বাচনে ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

“বিকট আওয়াজ শুনে সেখানে গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করে পুলিশ। “

তবে ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ ‘বেশ ভালো রয়েছে’ ভোটাররা ‘নির্বিঘ্নে ভোট দিচ্ছে’ বলেও জানান তিনি।

সংঘর্ষের পরপর জঙ্গলপুর কেন্দ্রর প্রিজাইডিং অফিসার আবদুল খালেক বলেন, “কেন্দ্রের ভেতরে কোনো গোলযোগ এখন পর্যন্ত হয়নি। তবে কেন্দ্রের অনেক দূরে কে বা কারা পটকা ফাটাচ্ছে তা আইন শৃঙ্খলাবাহিনী দেখভাল করছেন।”

দেশের ৮০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন চলছে। এর মধ্যে ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন হচ্ছে। বাকি ৭৪টি ইউনিয়নে বিভিন্ন পদে উপ-নির্বাচন চলছে। এর মধ্যে কুমিল্লারসদর দক্ষিণ থানার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে চলছে। নির্বাচনে কেন্দ্রের ভেতরে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। কোনো অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।

সকাল ৮টায় ভোট শুরু হয় লাইনে সারিবদ্ধভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহ ইমন।