বাগেরহাটে বিআরটিসি বাস পুকুরে, নিহত ১

বাগেরহাটে একটি বিআরটিসি বাস রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন শিশু ও নারীসহ অন্তত ১০ জন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 02:02 PM
Updated : 29 Dec 2019, 02:02 PM

রোববার বিকালে সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে কচুয়া উপজেলার বিলকুল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী পুকুরে পড়া বাসটির উদ্ধার কাজে অংশ নিয়েছে।  

এলাকাবাসীর বরাত দিয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, বিকাল ৫টার দিকে খুলনা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস কচুয়ার বিলকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

কচুয়ার বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ওহিদ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় গ্রামবাসী খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গ্রামবাসীর সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন।

বাসের একজন যাত্রী ওই বাসের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে নকিব জানান।

তারা বাসের অধিকাংশ যাত্রীকে বাস থেকে বের করতে সক্ষম হয়েছেন বলে জানান চেয়ারম্যান নকিব।

আহতদের মধ্যে এক শিশুকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।