মাগুরায় ধান কিনতে কৃষক বাছাইয়ে লটারি

মাগুরায় ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে আমন ধান কিনতে বিক্রেতা কৃষক বাছাইয়ে লটারি করা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 11:42 AM
Updated : 29 Dec 2019, 11:42 AM

বোববার মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ লটারি আয়োজন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উল ইসলাম বলেন, অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে সদর উপজেলার নিবন্ধিত পাঁচ হাজার ৬৯৯ জন কৃষকের মাঝ থেকে দুই হাজার ২৬৭ জন কৃষকের নাম নির্বাচন করা হয়।

“যার মধ্যে এক হাজার ৯০১ জন বড় কৃষক দুই মেট্রিক টন এবং ৩৬৬ জন ছোট কৃষক এক টন করে ধান এক হাজার ৪০ টাকা দরে সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাবেন।”

বর্তমানে জেলায় ধান বাজারে ৬শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আবু তালহা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির উপস্থিত ছিলেন।