শেরপুরে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সাব-রেজিস্ট্রার রিমান্ডে

ঘুষের টাকাসহ গ্রেপ্তার শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 10:55 AM
Updated : 29 Dec 2019, 11:18 AM

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

বিচারক একইসঙ্গে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দুদকের আইনজীবী মোখলেছুর রহমান জানান।

গ্রেপ্তার সাব রেজিস্ট্রার আব্দুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

দুদকের টাঙ্গাইলের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মোখলেছুর জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে শ্রীবরদী উপজেলায় তার কার্যালয় হতে ঘুষের নগদ সাড়ে ৯৫ হাজার টাকাসহ আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুনীতি প্রতিরোধ আইনের ১৬১ দণ্ডবিধির ৫/২ ধারায় মামলা দায়ের করেন।