মালগাড়ি লাইনচ্যুত, সিলেটের পথে ট্রেন বন্ধ

মৌলভীবাজারে একটি ফ্রেইট ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 06:36 AM
Updated : 29 Dec 2019, 06:44 AM

রোববার সকাল সোয়া ১০টায় এ জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট মাইজগাঁও থেকে জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে যাওয়া মালবাহী ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর ফলে বেলা ১১টার দিকে মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস এবং কুলাউড়ায় রয়েছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি।

“খবর পেয়ে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।”

সমশের নগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার প্রায় এক ঘণ্টা পর পাহাড়িকা মাইজগাঁও এসে আটকা পড়ে আর ১২টার দিকে পারাবত কুলাউড়ায় গিয়ে আটকা পড়ে।

দ্রুত উদ্ধার কাজ শেষে ট্রেন যোগাযোগ ফের চালু হবে বলে তিনি আশা করছেন।