বগুড়ায় শিশু সাংবাদিকদের কর্মশালা শেষে সনদ প্রদান

বগুড়ায় শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কলাকৌশল বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শেষে তাদের সনদ দেওয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 02:39 PM
Updated : 28 Dec 2019, 06:37 PM

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট ‘হ্যালোর’ আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় বগুড়া শহরের ম্যাক্স মোটেলের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়। শনিবার কর্মশালা শেষে আলোচনা সভার পর তাদের এই সনদ দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ মো. শহিদুল আলম তাপস।

তাপস শিশু সাংবাদিকদের বলেন, “এখন যে শিশু সে আগামীর অবিষ্যৎ। এখন মাথায় যে ভাল বিষয়টি আসবে তা-ই থেকে যাবে। ভালো চিন্তা মাথায় রাখতে হবে। অর্থচিন্তা কখনই করবে না। দেশপ্রেম এবং দেশের জন্য ভাল কিছু করার চিন্তা মাথায় রাখবে। বাংলাদেশকে আগামী দিনে উন্নত দেশ হিসেবে গড়তে তোমাদেরই প্রয়োজন। সব সময় পজেটিভ চিন্তা করবে।”

বগুড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বাংলা ভিশনের বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরা, স্থানীয় দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া জেলা প্রতিনিধি জিয়া শাহীন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় আলোচনা সভায় ছিলেন।

আব্দুর রহিম বগরা বলেন, “আজকের শিশুরা যেন কোনো গাছের চারা। এই চারাকে যত্ন করতে হবে। আমরা এই শিশুদের দিকে তাকিয়ে আছি।”

সবুর শাহ লোটাস বলেন, “আমাদের সময় আমরা কোনো প্রশিক্ষণ পাইনি। তোমরা যে প্রশিক্ষণ পেলে তা ধারণ করবে। ভাববে তোমরাই জাতির ভবিষ্যৎ।”