জয়পুরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জয়পুরহাটের এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 05:00 PM
Updated : 27 Dec 2019, 05:00 PM

কালাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, শুক্রবার সন্ধ্যার পর খবর পেয়ে তারা গিয়ে কাজীপাড়া এলাকা থেকে তানিয়া বেগম (২০) নামে এই নারীর লাশ উদ্ধার করেন।

তানিয়া ওই এলাকার ফেরদাউস হোসেনের স্ত্রী। জেলার ক্ষেতলাল উপজেলার বুড়ইল গ্রামের জিয়াউর রহমানের মেয়ে তিনি।

এলাকাবাসী জানান, তানিয়াকে না জানিয়ে মাস খানেক আগে ফেরদাউস দ্বিতীয় বিয়ে করেন। এর জেরে কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। শুক্রবার বিকেলে ফেরদাউস ও তার পরিবারের লোকজন তানিয়াকে পিটিয়ে হত্যা করেন। এরপর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চিৎকার করেন।

তানিয়ার বাবা জিয়াউর রহমান তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।

ওসি লতিফ বলেন, “তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে তানিয়ার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।”

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে তিনি জানান।