নরসিংদীতে শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কর্মশালা

নরসিংদীতে শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির ওপর দুই দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 04:35 PM
Updated : 27 Dec 2019, 04:35 PM

নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা শেষে শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হয়। নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নরসিংদীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম মাহবুব উল করিম এই কর্মশালা উদ্বোধন করেন।

‘বলব আমাদের কথা’ শ্লোগান নিয়ে শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো এই আয়োজন করে। এতে সহযোগিতা দেয় ইউনিসেফ। কর্মশালায় ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, আরটিভির স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ার, দৈনিক জনতার নরসিংদী প্রতিনিধি কামরুল ইসলাম কামাল, দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক মঞ্জিল এ মিল্লাত, মাই টিভির নরসিংদী প্রতিনিধি মীর হোসেন চঞ্চল, আইনজীবী মনসুর আলী শিকদার সমাপনী অনুষ্ঠানে ছিলেন।

কর্মশালার সমন্বয়ক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু।