বগুড়ায় শিশু সাংবাদিকদের সংবাদ তৈরির কর্মশালা

বগুড়ায় শিশু সাংবাদিকদের সংবাদ তৈরির ওপর দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 02:44 PM
Updated : 28 Dec 2019, 02:35 PM

শুক্রবার সকালে জেলার ম্যাক্স মোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা হয়।

কর্মশালায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকমের বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় ছিলেন।

গাজিউর রহমান শিশু সাংবাদিকদের বলেন, “সংবাদ সম্পর্কে এবং কোথাও কোনো অনিয়ম বিষয়ে আমাকে তথা পুলিশকে জানাবে। পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা আগামী দিনের নতুন পৃথিবী গড়তে সব অনিয়মের বিরুদ্ধে আছি। তোমরাও জনতার মুখপাত্র হয়ে লিখবে।”

মাহমুদুল আলম নয়ন বলেন, “এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করার যে অঙ্গীকার কবি সুকান্ত করেছিলেন তার সঙ্গে এক হয়ে তোমাদের সঙ্গে আছি। কিন্তু কখনোই পড়ালেখা বাদ দিয়ে এই মূর্হর্তে সাংবাদিকতাকে প্রধান করবে না তোমরা।”

আরিফ রেহমান বলেন, “আমরা আমাদের সময় কোনো ট্রেনিং পাইনি। তোমরা এখন যে সুযোগ পাচ্ছ তা মনেপ্রাণে কাজে লাগাও। তোমাকে সাংবাদিক হতেই হবে এমন নয়। কিন্তু ভাবতে হবে দেশ গঠনে তোমাদের সংবাদ একটা বড় ভূমিকা রাখবে।”