ফরিদপুরে ‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যু: ২ শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় তার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 01:15 PM
Updated : 28 Dec 2019, 05:48 AM

জেলার চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার জানান, শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চরভদ্রাসন উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী এলাকার জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মোতাসিন বিল্লা (২৪) ও আসাদুজ্জামান মিয়া (৩০)।

নিহত শিশু (৮) ওই মাদ্রাসার মক্তব শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার সকাল ৮টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান তখন বলেছিলেন, ”তার শরীরে প্রাথমিকভাবে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে।”

এ ঘটনায় রহমানের বাবা বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ধর্ষণসহ হত্যার অভিযোগে মামলা করেছেন চরভদ্রাসন থানায়।

পরিদর্শক গফ্ফার বলেন, সন্দেহভাজন দুই শিক্ষককে গ্রেপ্তার করে ফরিদুপরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য  সাত দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে আবেদন করা হবে।