সিটি নির্বাচনে বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না: কাদের

সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেয়র ও কাউন্সিলর পদে কোনো বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 03:08 PM
Updated : 26 Dec 2019, 03:08 PM

কাদের বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ী হতে পারেন জনপ্রিয় এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিভিন্ন সংস্থা ও তার নিজস্ব টিম দিয়ে প্রার্থীদের জনপ্রিয়তা জরিপ করেছেন।”

বৃহস্পতিবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর এক্সপ্রেসওস নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহাযোগিতা করা হবে।

“আধুনিক ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিহ হবে। সরকার এবং সরকারি দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না।”

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, চীনের রাষ্ট্রদূত এইচ ই লি জিমিংসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।