প্রশিক্ষণ শেষে সনদ পেল মাদারীপুরের শিশু সাংবাদিকরা

দুদিনের কর্মশালা শেষে মাদারীপুরের ২০ জন শিশু সাংবাদিককে সনদ দেওয়া হয়েছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 12:14 PM
Updated : 26 Dec 2019, 12:14 PM

বৃহস্প‌তিবার বিকালে কর্মশালার সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশ‌াসক মো. ওয়া‌হিদুল ইসলাম তাদের হাতে সনদ তলে দেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিশু সাংবা‌দিক‌দের উদ্দেশে বলেন, “ছোটদের অনেক কথাই আমরা বড়রা বুঝ‌তে পা‌রি না। তোমরা তোমা‌দের সেইসব কথা লি‌খে আমা‌দের জানার সু‌যোগ ক‌রে দে‌বে। এবং তোমরা কর্মশালার‌ অ‌ভিজ্ঞতা জীব‌নের বি‌ভিন্ন কা‌জে ব্যবহার কর‌বে।”

বি‌ডি‌নিউজ টোয়েন্টফোর ডটকমের মাদারীপুর প্র‌তি‌নি‌ধি রিপনচন্দ্র মল্লিকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন টিআই‌বির স‌চেতন নাগ‌রিক কমি‌টির মাদারীপুর শাখা সভাপ‌তি খান ‌মো.শহীদ, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ স‌মি‌তির সভাপ‌তি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম আর মুর্তজা প্রমুখ।

চ্যা‌নেল টোয়েন্টিফোর ও সমকা‌লের সাংবা‌দিক সাগর হোসেন তা‌মি‌ম অনুষ্ঠান উপস্থাপনা ক‌রেন।

‘বলব আমাদের কথা’ শ্লোগানে বুধবার সকা‌লে কর্মশালা‌টির উ‌দ্বোধন ক‌রেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনের সহযোগী হলো ইউনিসেফ।

দুই দিনব্যাপী এই কর্মশালায় শিশুদের প্রশিক্ষণ দেন বি‌ডি‌নিউজ টোয়েন্টিফোর ডটকে‌মের নিজস্ব প্র‌তি‌বেদক পিয়াস তালুকদার ও মাদারীপুর জেলা শিশু কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী।