গাইবান্ধায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

গাইবান্ধায় হিমালয়ী গৃধিনী প্রজাতির পাঁচটি শকুন উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 06:00 PM
Updated : 26 Dec 2019, 04:33 AM

তীর নামে একটি পরিবেশবাদী সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা বুধবার দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রাম থেকে এসব শকুন উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

গাইবান্ধা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর হোসেন বলেন, “পশ্চিম দিক থেকে উড়ে আসা বিশাল একটি শকুনের দল মধ্য ফলিয়া গ্রামের কয়েকটি গাছে আশ্রয় নিয়েছিল। পরে পাঁচটি শকুন দুর্বল হয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা তাদের উদ্ধার করে বন বিভাগে দেন।

“হিমালয়ী গৃধিনী প্রজাতির এই শকুনগুলো বাংলাদেশে সচারাচর দেখা যায় না। ধারণা করা হচ্ছে উত্তরে প্রচণ্ড শীতের কারণে তারা এদিকে এসেছে। বৃহস্পতিবার শকুনগুলোকে চিকিৎসার জন্য দিনাজপুরের ইকোপার্কে পাঠানো হবে।”

সুস্থ হলে তাদের অবমুক্ত করা হবে বলে তিনি জানান।