নাটোরে শিশুদের সংবাদ তৈরির কর্মশালা

নাটোরে সংবাদ তৈরির কৌশল সম্পর্কে শিশুদের জন্য দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 04:27 PM
Updated : 25 Dec 2019, 04:27 PM

জেলা শহরের গোল্ডেন সিটি কনফারেন্স রুমে বুধবার সকালে এই কর্মশালা শুরু হয়। কর্মশালা উদ্বোধন করেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়। এতে জেলার ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো এবং প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।

কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক নবিউর রহমান শিক্ষার্থীদের বলেন, “সমাজ নিয়ে তোমাদের ভাবনা তুলে ধরার এটা একটা বড় প্ল্যাটফর্ম। কর্মশালা থেকে জ্ঞান অর্জন করে তোমরা তোমাদের ভাবনার কথা তুলে ধরবে। তাহলে সব শিশুর অধিকার রক্ষার কাজটা সহজ হবে।”

বৃহস্পতিবার বিকেলে কর্মশালা শেষ হবে। ওই দিন কর্মশালায় অংশ নেওয়া শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হবে।