মুক্তিযোদ্ধা আফিয়া খাতুনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আফিয়া খাতুন খঞ্জনীর দাফন সম্পন্ন হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 07:50 AM
Updated : 25 Dec 2019, 08:07 AM

মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর এলাকায় বীরাঙ্গনা এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।  

গত সোমবার রাত ৯টায় ৭৮ বছর বয়সে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়।  

দাফনের সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আফিয়া খাতুন খঞ্জনী ১৯৩৯ সালে ফেনী জেলার বরইয়া চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা হাসমত আলী চৌধুরী ও মা মাসুদা খাতুন। ১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের রুহুল আমিন মানিকের সঙ্গে তার বিয়ে হয়।

১৯৬৪ সালে মেয়ে রোকসানা ও ১৯৬৫ সালে ছেলে আবদুল মতিনের মা হন তিনি। অল্প বয়সে স্বামী মারা যাওয়ায় দুই শিশু সন্তান নিয়ে বিধবা আফিয়া খাতুন খঞ্জনী দিন কাটছিল কোনোরকমে।

১৯৭১ সালের জুন মাসের কোনো এক সময় হানাদার বাহিনীর দোসর-রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা সোনাপুর থেকে আফিয়া খাতুনকে জগন্নাথ দিঘী ক্যাম্পে নিয়ে নির্যাতন করে।

জীবনের শেষপ্রান্তে এসে চার মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর উপহার পেয়েছিলেন তিনি।