ঠাণ্ডায় দুর্ভোগে ফরিদপুরের নিম্ন আয়ের মানুষ

ফরিদপুরে প্রচণ্ড শীত আর ঘন কুয়শায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কাজ না পেয়ে কষ্টে পড়েছেন নিম্ন আয়ের খেটে যাওয়া মানুষ। 

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 07:41 AM
Updated : 25 Dec 2019, 02:17 PM

বুধবার ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়েস রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুরুজুল আমিন জানান।

তিনি বলেন, “গত কয়েকদিন ধারাবাহিক ভাবে ফরিদপুরের তাপমাত্রা নিম্নমুখী। এ অবস্থা আরও দুই-এক দিন চলতে পারে।”

বুধবার সকালে জেলা শহরের ইমাম উদ্দিন স্কয়ার ও পুরানা বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল- দেশের বিভিন্ন জেলা থেকে আসা দিন মজুরেরা কাজের অভাবে বসে আছে।

দিনাজপুরের হাবিব মোল্লা বলেন, “গত কয়েক দিনে শীতের কারণে একেবারেই কর্মহীন। ঘন কুয়াশায় মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছে না।

“কাজ নেই বলে জমানো টাকা খরচ করছি; পরিবারকেও টাকা পাঠাতে পারছি না। এখন  বসে আছি কাজের অপেক্ষায় “

দিনমজুর কিশোর বলেন, “গত ৫/৬ দিন হলো হাতে একেবারে কাজ নেই।”

একই সমস্যায় পড়েছেন বলে জানান আমিনুর রহমান ও মোকলেস।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার শীতার্তদের জন্য সরকাররি ভাবে তারা পঞ্চশ হাজার কম্বল পেয়েছেন। বিভিন্ন ইউনিয়নে কম্বলগুলো পাঠানো হয়েছে।