নওগাঁয় হ্যালোর কর্মশালা শেষে শিশু সাংবাদিকদের হাতে সনদ

সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো নিয়ে দুই দিনের কর্মশালা শেষে নওগাঁয় শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 04:23 AM
Updated : 25 Dec 2019, 04:25 AM

মঙ্গলবার বিকালে নওগাঁ শহরের হোটেল আয়োজনে কর্মশালার সমাপনীতে শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন নওগাঁ র সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী। নওগাঁ পৌরসভার  প্যানেল মেয়র  হাসান ইমাম তমালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ‘বলব আমাদের কথা’ শ্লোগানে সোমবার দুই দিনের এই কর্মশালা শুরু হয়।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালায় ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

সোমবার সকালে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

কর্মশালা পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।

কর্মশালায় শিশু সাংবাদিকতা ও শিশু অধিকার নিয়ে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া শিশুদের উদ্দেশে বলেন, “শুধু, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রশাসনের কর্মকর্তা নয়, তোমরা যারা আজ শিশু সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছ, তাদের মধ্যে যারা বড় হয়ে সাংবাদিকতা করবে, তারা দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার।”

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, “এ ধরনের প্রশিক্ষণ শিশুদের শুধু সাংবাদিকতায় আগ্রহী করে তুলবে না, তাদের অধিকার সম্পর্কেও সচেতন করে তুলবে।