শেরপুরে হাসপাতালে ডায়রিয়া-শ্বাসকষ্টের রোগীর ভিড়

দেশের বিভিন্ন স্থানের মতো শেরপুরেও শীত জেঁকে বসেছে। রাতে ও দিনে কনকনে হাওয়া, মাঝারি ও ঘন কুয়াশায় জনজীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 05:32 PM
Updated : 24 Dec 2019, 07:17 PM

ঠাণ্ডার কারণে বাড়ছে রোগ-বালাই। শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলা সদর হাসপাতালে ডায়রিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে ৬৩ জন ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই শিশু।

জেলা সদর হাসপাতাল থেকে জানা যায়, গত এক সপ্তাহে ১৯৫ জন ডায়রিয়ায় এবং ১৯৩ জন রোগী শ্বাসকষ্ট ও এজমা রোগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নেয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন বলেন, শীতের কারণে শিশুদের ডায়রিয়া এবং বড়োদের এজমা রোগের প্রকোপ বেড়ে গেছে। ডায়রিয়ায় ৩৪ জন রোগী ভর্তি আছে। শিশু ও বয়স্কসহ ২৯ জন ভর্তি হয়েছে শ্বাসকষ্টজনিত রোগে।

এছাড়া শীত এবং শৈত্য প্রবাহের কারণে হাসপাতালের আউটডোরেও রোগী বেড়ে যাচ্ছে বলে তিনি জানান। 

একশ বেডের এই হাসপাতালে এখন দ্বিগুণ/তিনগুণ রোগী রয়েছে বলেও তিনি জানান।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আলমগীর মোস্তাক বলেন, “ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। তার মধ্যে শিশু রোগী বেশি। শীত মৌসুমে ডায়রিয়া রোগী বাড়ার মূল কারণটা হলো এ সময় এক ধরনের ভাইরাসের আক্রমণ বেশি হয়।”