সিলেটে দেড় বছরে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত দেড় বছরে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যা ধ্বংস করার কথা জানিয়েছে বিজিবি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 03:07 PM
Updated : 24 Dec 2019, 03:07 PM

মঙ্গলবার বেলা ২টায় সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে তিন হাজার ২২৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, এক হাজার ১৯৮ বোতল ফেন্সিডিল, ৮৫ বোতল বিয়ার, ৬৬ হাজার ৩৯৭টি ইয়াবা, ৬৪ লাখ ৫ হাজার ৮২৫টি ভারতীয় বিড়ি এবং ৩৫ লাখ ৭১ হাজার ৪০০টি সিগারেট।

১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক দাম প্রায় ১৬ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৫৮২ টাকা।

২০১৮ সালের ৫ মে থেকে ২০১৯ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে কর্নেল রফিকুল জানান।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন বিজিবি উত্তর-পূর্ব রিজিওনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল প্রমুখ।