গাইবান্ধায় গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, ২ শাশুড়ি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই শাশুড়িকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 02:33 PM
Updated : 24 Dec 2019, 02:33 PM

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহত ফাতেমা বেগম (৩২) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। একই উপজেলার আখিরা ফতেপুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে তিনি।

পুলিশ তার শাশুড়ি কাইফা বেগম (৫০) ও সৎ শাশুড়ি কোহিনূর বেগমকে (৪০) আটক করলেও স্বামীকে ধরতে পারেনি।

গৃহবধূর বাবা রহিম উদ্দিন বলেন, “আশরাফুল কয়েক দিন আগে ফাতেমাকে একটি কালো সোয়েটার কিনে দেয়। এটা ফাতেমার পছন্দ না হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জেরে আশরাফুল ও তার পরিবারের অন্য সদস্যরা সোমবার রাতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।”

সকালে প্রতিবেশীরা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, “ফাতেমার নাক ও মুখে রক্ত এবং গলায় ক্ষতচিহ্ন ছিল।”

পরিদর্শক আফজাল বলেন, “আশরাফুল ও তার পরিবারের লোকজন সাংসারিক তুচ্ছ বিষয় নিয়ে ফাতেমাকে গভীর রাতের কোনো একসময় পিটিয়ে হত্যা করে। পরে লাশ বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।”

এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের অবিলম্বে আটক করতে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে বলে তিনি জানান।