কিশোরগঞ্জে ফেন্সিডিল ও গাড়িসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

কিশোরগঞ্জে ফেন্সিডিল ও মাদকবাহী একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 12:46 PM
Updated : 24 Dec 2019, 12:46 PM

মঙ্গলবার ভৈরব উপজেলা সদরের দূর্জয় মোড়ে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের মঙ্গলবার র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।

আটক মো. রুহল আমিন (৪০) প্রাইভেটকারের চালক।

র‌্যাব কর্মকর্তা রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে দূর্জয় মোড় এলাকায় র‌্যাবের চেক পোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৮৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারের চালক ‘মাদক ব্যবসায়ী’ মো. রুহল আমিনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক রুহল আমিন বরগুনার বামনা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। বর্তমানে ঢাকায় বনশ্রী এলাকায় থাকেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।