কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলির চালকসহ নিহত ২

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলির চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 06:28 AM
Updated : 24 Dec 2019, 07:40 AM

পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার বেশীনগর গ্রামের আজরার আলীর ছেলে ট্রলি চালক কাওরসার (৩৫) ও ইসকান্দার ছেলে চালকের সহকারী মহীবুল (৪০)।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি জসিমউদ্দিন খন্দকার জানান, বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।   

ঘটনার বর্ণনায় স্টেশন মাস্টার শরিফুল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। এ সময় কাটদহচর এলাকায় অরক্ষিত রেলগেট দিয়ে স্থানীয় একটি ইটভাটার মাটিবোঝাই ট্রলিটি পার হচ্ছিল।

“এ সময় ট্রেনটি রেললাইনে ঢুকে পড়লে ট্রলিটিকে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে কিছুদূর গিয়ে থামে। এ সময় ট্রলির দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।”    

ট্রেনের ফ্রন্ট প্লেটের সঙ্গে ট্রলি আটকে যাওয়ায় ট্রেনটি ঘটনাস্থলেই থেমে আছে বলে শরিফুল জানান।

প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার কাটদহচর গ্রামের আজিবর বলেন, “ঘটনাস্থলের কাছাকাছি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি, সামনে থেকে একটা ট্রেন আসছে পোড়াদাহ স্টেশনের দিকে।

“এ সময় মাটিবোঝাই একটি ট্রলি রেললাইনের উপর উঠে পড়ে। চোখের পলকে ট্রলিটা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। ট্রলিতে থাকা দুই শ্রমিক ছিটকে পড়ে রেল লাইনের মাঝে।”

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, “যতটুকু শুনেছি অবৈধভাবে রেলক্রসিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলিটির মালিক কে-তা এখনও জানা যায়নি”