কক্সবাজারে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত ১

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র মামলার এক আসামি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 06:18 AM
Updated : 24 Dec 2019, 06:26 AM

মঙ্গলবার ভোর রাতে জেলার টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরছড়ায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাবের ভাষ্য।

নিহত মোহাম্মদ রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ার মোহাম্মদ সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র বিক্রি এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মির্জা শাহেদ মাহতাব বলেন, বড় হাবিরছড়ায় বড় একটি ইয়াবার চালান আসার খবরে র‌্যাবের একটি দল ভোর রাতে সেখানে অভিযান চালায়।

“ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক চক্রের সদস্যরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ রুবেলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা শাহেদ মাহতাব।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।