নারায়ণগঞ্জে মানুষের হাড়সহ আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মানুষের হাড়গোড়সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 01:05 PM
Updated : 23 Dec 2019, 01:05 PM

এ ঘটনায় সোমবার সকালে উপজেলার গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের এটিএসআই মামুন মিয়া মামলা করেছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন_ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জামগড়া পূর্বপাড়ার অহেদ আলীর ছেলে আলতা মিয়া (৩৫) ও লতিফ মিয়ার ছেলে শাহিদ মিয়অ (৩০)।

মামলায় অভিযোগ করা হয়েছে, পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের সামনে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে মানুষের চারটি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন অঙ্গের ৩৮৬টি হাড় উদ্ধার করা হয়।

ওসি নজরুল ইসলাম বলেন, র্দীঘদিন ধরে বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল একটি চক্র। এর আগেও এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৬ জুলাই চারজনকে আটকসহ চারটি মানুষের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের ৪৫০টি হাড় উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা হয়।