ভৈরব নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট শহরের ভৈরব নদের তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 06:20 AM
Updated : 23 Dec 2019, 06:20 AM

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের দড়াটানা ব্রিজ এলাকা থেকে অভিযান শুরু হয়।

একই সময়ে জেলার চিতলমারী উপজেলার মধুমতি নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করে প্রশাসন।

তানজিল্লুর বলেন, বাগেরহাট শহরে ভৈরব নদীর তীর দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

“শহরের দড়াটানা ব্রিজ থেকে থেকে মুন্সীগঞ্জ ব্রিজ এলাকার সব স্থাপনা উচ্ছেদ করা হবে। যারা নদীর তীর দখল করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

নদী রক্ষায় সারাদেশের মতো বাগেরহাটেও এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান ইউএনও।