শীতের প্রকোপে শেরপুর হাসপাতালে রোগীর ভিড়

পৌষের শুরুতে জেঁকে বসা শীতের মধ্যে শেরপুরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।  

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 10:09 AM
Updated : 22 Dec 2019, 02:09 PM

ডায়রিয়া, ব্রংকাইটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লোকজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভিড় করছেন।

শীতের কারণে শিশুদের ডায়রিয়া এবং বড়দের অ্যাজমা রোগের প্রকোপ বেড়ে গেছে বলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন জানান।

তিনি বলেন “আগে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা কম ছিল, এখন ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। শিশু এবং বড়সহ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৩৪ জন।”

শীত এবং শৈত্যপ্রবাহ চলতে থাকলে রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা এ চিকিৎসকের।  

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া ওয়ার্ডে গত বৃহস্পতিবার ১৭ জন, শুক্রবার ২১ জন, শনিবার ১৬ জন এবং রোববার ১১ জন ভর্তি হয়েছে। রোববার শ্বাসকষ্ট জনিত রোগে ভর্তি হয়েছে ১০ জন।

হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় অনেকের স্থান হয়েছে মেঝেতে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় ডাক্তার ও নার্সদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

গত পাঁচদিন ধরে শেরপুর জেলায় সূর্যের আলোর দেখা মিলছে না। রাতে ও দিনে কনকনে হাওয়া, মাঝারি ও ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে জেলার জনজীবনের দুর্ভোগ নেমে এসেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।