জমির বিরোধে বরিশালে কলেজছাত্র খুন

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 07:25 AM
Updated : 22 Dec 2019, 07:33 AM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াওঠা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান সজিব (১৮) সরকারি বাকেরগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা রাজ্জাক বেপারীর ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা তৈয়ব বেপারীর সাথে পরিমল সরকারের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও চলছে আদালতে।

“সকালে লোকজন নিয়ে বিরোধীয় ওই জমিতে মাটি কাটছিল পরিমল সরকারের ছেলে সুব্রত সরকার। এ সময় জমির মালিক দাবিদার তৈয়ব বেপারী তাদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।

“খবর পেয়ে তৈয়ব বেপারীর ভাইয়ের ছেলে সজিবসহ পরিবারের কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

“এক পর্যায়ে সজিবের পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয় সুব্রত।”

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় পরিমল সরকারের ছেলে সুব্রত সরকারসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।