‘৬৭ কিলোমিটার পাড়ি দিয়ে’ ঘরে এলো রেসিং কবুতর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রতিযোগিতায় ছয়টি রেসিং কবুতর সোয়া ঘণ্টায় ৬৭ কিলোমিটার পাড়ি দিয়ে ঘরে ফিরেছে বলে জানিয়েছে আয়োজকরা।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 04:44 PM
Updated : 21 Dec 2019, 04:44 PM

শনিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের আয়োজনে কবুতরের এ আকাশপথ পাড়ি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতার বিচারক ও বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা মো বদরুল ইসলাম জানান, সকাল ১০টা পাঁচে বিচারকরা পায়ে গোপন কোড বাঁধার কবুতরগুলোর খাঁচা খুলে দেন।

“প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর সকাল ১১টা ১৫ মিনিটে দেলোয়ার হোসেনের ছয়টি কবুতর তার বাড়িতে পৌঁছায়।”

চূড়ান্ত পর্বে ছয় সৌখিন পালকের ৫৫টি কবুতর অংশ নেয় বলেও জানান তিনি।

প্রতিযোগিতার আয়োজক বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে নয় পর্বের এ প্রতিযোগিতা শুরু হয়।

তিনি জানান, চূড়ান্ত পর্বের দূরত্ব আকাশপথে ৬৭ কিলোমিটার হলেও সড়কপথে দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। এই ৮২ কিলোমিটার দূরে বাক্সে করে এসব কবুতর এনে ছেড়ে দেওয়া হয়। এ সময় কবুতরগুলো বড়লেখার উদ্দেশ্যে উড়তে শুরু করে।

বড়লেখায় পৌঁছানোর সাথে সাথেই কবুতরের পায়ে বাঁধা গোপন নম্বর বিচারকদের জানাতে শুরু করেন প্রতিযোগী কবুতরের পালকদের লোকজন।

মো বদরুল ইসলাম ছাড়াও এ প্রতিযোগিতায় বিচারতকের দায়িত্বে ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা  মো. জাবেদ আহমদ ও জাকির মোহাম্মদ।

চূড়ান্ত পর্বের সময় উপস্থিত ছিলেন শ্র্রীমঙ্গল রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক নাইম আহমেদ সবুজ, সাংগঠনিক আজহারুল ইসলাম অনিকসহ অন্যরা।

এর আগে গত ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার অষ্টম পর্বে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও ইউএনও আশেকুল হক ও অন্যরা।