নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2019, 12:20 PM
Updated : 20 Dec 2019, 12:20 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঝাউগড়া এলাকার এ কারখানাটিতে সুতা তৈরির একটি মেশিন থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “সুতা তৈরির একটি মেশিন থেকে আগুন লাগার পর তা দ্রুত তুলার গুদামসহ চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা মিলে কাজ করছিলেন। তারা নিরাপদ স্থানে সরে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

খবর পেয়ে আড়াইহাজার, মাধবদী ও নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, সুতা উৎপাদনের মেশিনের রোল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তারপর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। গুদামে প্রায় ১১ কোটি  টাকার তুলা ছিল। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তারা কেউ কিছু বলতে পারেননি।