দিনাজপুরে টাকা আত্মসাতের অভিযোগে চিকিৎসকসহ গ্রেপ্তার ২

পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ মামলায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুদক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 12:30 PM
Updated : 19 Dec 2019, 12:30 PM

দুদকের দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আশিকুর রহমান জানান, কেনাকাটাসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

তারা হলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক খায়রুল ইসলামসহ ও অফিস সহকারী সমর কুমার দেব।

দুদক কর্মকর্তা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্নিচার ক্রয়, ডেঙ্গু রোগ পরীক্ষার কিট বক্স ক্রয় ও হাসপাতালের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে বরাদ্দ থেকে দুর্নীতির মাধ্যমে পাঁচ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে সত্যতা পেয়েছে দুদক। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই মামলায় তাদের কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

মামলার অপর আসামিরা হলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার গৌরাঙ্গ চন্দ্র ও মেসার্স বিদ্যুৎ ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বিদ্যুৎ। তারা পলাতক রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।