আনন্দ আয়োজনে চুনারুঘাটে চলছে সাংস্কৃতিক উৎসব

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হওয়া পাঁচ দিনের সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে নানা আনন্দ আয়োজনে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 05:14 PM
Updated : 18 Dec 2019, 05:37 PM

বুধবার ছিল চুনারুঘাট সাহিত্য-সাংস্কৃতি পরিষদ আয়োজিত এই উৎসবের দ্বিতীয় দিন।

দ্বিতীয় দিনের আয়োজনে ছিল কবিতা, গান ও নৃত্যানুষ্ঠান। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগদ অতিথিরা আলোচনায় অংশ নেন।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। কবিতা ও গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।

সাংবাদিক ও কবি জুয়েল মাজহারের সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতি পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের নজরুল একাডেমী সভাপতি কবি তাহমিনা বেগম গিনি ও বিশিষ্ট নাট্যকার রুমা মোদক।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি মুস্তাফিজ শফি।

তিনি বলেন, সাহিত্য বিমুখ হওয়ায় সমাজে দাঙ্গা-হাঙ্গামা বেড়ে চলেছে। এজন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সাহিত্য-সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে; বাড়াতে হবে মুক্তবুদ্ধির চর্চা।

সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র-সাম্প্রদায়িকতা, সামাজিক দাঙ্গা-হাঙ্গামা ও যুবসমাজকে মাদকমুক্ত করতে হলে সাহিত্য-সংস্কৃতির বিকাশ প্রয়োজন বলে তিনি মনে করেন।

আমাদের দেশে সাহিত্য চর্চা কমে যাওয়ায় মননশীলতা তৈরি হয়নি, এবং সেই কারণে একটি কালো শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মুস্তাফিজ শফি নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় ডিসিপি হাইস্কুল মাঠে মঙ্গলবার সন্ধ্যায় পায়রা ও জাতীয় পতাকা উত্তালনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন দেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মোস্তফা।

দেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনও প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের ৩০ বছর পূর্তিতে ‘প্রত্যয়’ নামে সাময়িকী প্রকাশ করা হয়, যেখানে সংগঠনের গত ৩০ বছরের কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধে হবিগঞ্জের ইতিহাস তুলে ধরা হয়েছে।