ঝালকাঠিতে মাইক্রো-টমটম সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত

ঝালকাঠিতে মাইক্রোবাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 10:48 AM
Updated : 18 Dec 2019, 10:48 AM

কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক জানান, কাঁঠালিয়া উপজেলা শহরে বুধবার সকালে বাইপাস মোড় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মোসলেম আলী খান (৪০) জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের নির্মাণ শ্রমিক উজ্জ্বল সরদার (১৮), আবুল কালাম (২৫), জয়নাল সরদার (২৮) ও হেতালবুনিয়া গ্রামের ফরিদ হোসেন (৩০)। 

তারা আমুয়া থেকে টমটমে করে নির্মাণযন্ত্র নিয়ে উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষে টমটম উল্টে চাপা পড়লে মোসলেম আলী ঘটনাস্থলেই নিহত হন।”

এ সময় তাদের সঙ্গী আরও চার শ্রমিক আহত হলে তাদের স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি এনামুল।

লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।