নেত্রকোণায় লরি চাপায় ২ অটো যাত্রী নিহত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 09:04 AM
Updated : 18 Dec 2019, 09:04 AM

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বাদে আমতৈল এলাকার কলমাকান্দা-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার চণ্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকন্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লুকমান ভূইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।

আহতরা হলেন- চণ্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২) ও একই ইউনিয়নের নিলাখালী গ্রামের হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)। তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমনি হোসাইন বলেন, নাজিরপুর বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কলমাকান্দা সদরে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”

হোসাইন বলেন, দুর্ঘটনার পর লরি রেখে চালক পালিয়ে যায়। তার সহযোগী মুখলেছুর রহমানকে (২২) কে আটক করা হয়েছে। 

নিহতদের পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।