ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন এক ছাত্রলীগ নেতা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 01:57 PM
Updated : 16 Dec 2019, 01:57 PM

বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রোববার সন্ধ্যায় মো. আনসার আলী নামের ওই ছাত্রকে মারধর করা বলে তিনি জানান।

আনসার আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

আহত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আনসার আলী বলেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে চায়ের দোকানে আমি বসেছিলাম। এ সময় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম এলে আমি তাকে বসতে বলি। এ সময় তিনি অকারণে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

“এক পর্যায়ে শাহ আলম দোকানের জ্বালানি কাঠ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালান। এতে আমার ডান হাতের কাঁধের সংযোগস্থল আলাদা হয়ে যায় এবং মাথা ও কপালে প্রচণ্ড আঘাত পাই।”

এ ব্যাপারে শাহ আলম বলেন, “আনসার আলীর আমার জুনিয়র ছাত্র। তার আচরণ আমার কাছে ভাল লাগে না। রোববার আবার একই আচরণ করায় আমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারিনি। এতে তার হাত ভেঙে যাবে বুঝতে পারিনি। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজহারুল হক বলেন, “মারধরের বিষয়টি শুনে হাসপাতালে কথা বলেছি। ক্ষত স্থানে এক্স-রে করা হয়েছে। দেখা গেছে ডান শোল্ডারের একটি হাড় ছুটে গেছে। তাকে ওষুধ দিয়ে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে এবং দায়ী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।