সাতক্ষীরায় বাস উল্টে খাদে, আহত ১৫

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 04:09 PM
Updated : 15 Dec 2019, 04:09 PM

রোববার বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মীর্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মোর্শেদুল হক বলেন, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস মীর্জাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।

আহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকরা গ্রামের ইছাক গাজীর ছেলে আয়ুব হোসেন (৪৫), কলারোয়ার মির্জাপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে তন্নি খাতুন (২৫), সদরের ভাড়ুখালী মাহমুদপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৭), পাটকেলঘাটার বড়বিলা গ্রামের মোক্তার আলীর ছেলে সুমন (২১), পাটকেলঘাটার বিশিষ্ট্য ব্যবসায়ী নিজাম ভুইয়া। বাকিদের নাম জানা যায়নি।