‌বেনাপোলে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের ‌বেনাপোলে ১৮টি স্বর্ণের বার উদ্ধার ক‌রা হয়েছে, যা ভারতে পাচার করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 12:04 PM
Updated : 15 Dec 2019, 12:05 PM

রোববার গাতিপাড়া সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বেনাপোল ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সন্দেহভাজন একজনকে ধাওয়া দিলে সে স্বর্ণের বারগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে ১৮টি বার পাওয়া গেছে। 

“আটক স্বর্ণের ওজন দুই দশমিক এক কেজি এবং বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা।” 

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।