মৌলভীবাজারে অহিংস গান্ধীকে ঘিরে হলো আর্ট ক্যাম্প

হিংসা বিদ্বেষ ভুলে পরোপকারী বিশ্ব গড়ার লক্ষ্যে চারদিনব্যাপী এক আর্ট ক্যাম্প হয়েছে মৌলভীবাজারে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 06:53 AM
Updated : 15 Dec 2019, 08:17 AM

মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পের পরামর্শদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রোকেয়া সুলতানা জানান, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৫ জন তরুণ শিল্পী অংশগ্রহণ করেন।

ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি বিশ্বে মহাত্মা গান্ধী নামেই পরিচিত তার জীবন ও কর্ম ঘিরেই ছবি আঁকছেন এ ক্যাম্পের শিল্পীরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের ক্যাম্পাসের এ ক্যাম্পে শিল্পীরা রং তুলি আর হাতের স্পর্শে তুলে আনছেন তাদের চোখে অহিংসবাদী মহাত্মা গান্ধীর কর্মের বিভিন্ন দিক।

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পী তাহিয়া হোসেন বলেন, মহাত্মা গান্ধী তার জীবন দিয়ে প্রমান করেছেন সহিংসতার আশ্রয় না নিয়ে যে কেউ তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে।

তিনি তার চিত্রকর্মে মহাত্মা গান্ধীর এ দিকটি তুলে ধরেছেন বলে জানালেন।

শিল্পী রাহুল রাহাত জানান, তার কাজের মাধ্যমে মহাত্মা গান্ধীর সত্যান্বেষণ উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি।

মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ১২ ডিসেম্বর শুরু হওয়া এ ক্যাম্পের শেষ দিন রোববার।

এর আগে শনিবার বিকেলে আর্ট ক্যাম্প দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “মহাত্মা গান্ধিজি ভারতের জাতির পিতা কিন্তু গান্ধিজির অহিংস দর্শন বিশ্বে এখনো এক চমৎকার উদাহরণ এবং অনুকরণীয়ও।”

ভারত সরকার ভারতসহ বিশ্বব্যাপী মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন করছে। এই আর্ট ক্যাম্প তারই একটি কর্মসূচি।

ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে আসছে জানুয়ারি মাসে ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী করা হবে বলে জানানো হয়েছে।